সিএমপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

| শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে দামপাড়া পুলিশ লাইন্সে গতকাল বৃহস্পতিবার ভয়াল ২৫ মার্চ কালরাত্রি ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্বলন শেষে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত মোমবাতি নিভিয়ে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জসহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সিএমপি কমিশনার বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বুকে সাহস নিয়ে বাংলাদেশ পুলিশ যেভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেভাবে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা সহ দেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া মুজাফরাবাদে ৩ শতাধিক শহীদের স্মরণে নির্মিত বধ্যভূমিতে গণহত্যা দিবস পালিত
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে গণহত্যা দিবস পালন