সিআইইউর স্কুল অব ল’র শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ

আজাদী অনলাইন | সোমবার , ১০ মে, ২০২১ at ৫:৩১ অপরাহ্ণ

ঈদ এলেই সবার মুখে হাসি। তবে হাসি নেই ওদের মুখে। প্রতিবছর একজন দু’জন মানুষ খবর নিলেও এবার করোনাতে সেই ধরণের কোনো আশাই করেনি এতিম, রাস্তার ধারে ঘুরে বেড়ানো-সুবিধাবঞ্চিত শিশুরা। হঠাৎ-ই উপহার পেয়ে আচমকা যেন চমকে উঠল কোমলমতি শিশুরা। কারও চোখে জল, কেউবা আবার তাকিয়ে রইল বিস্ময় ভরা দৃষ্টিতে। চট্টগ্রাম শহরের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব ল’র শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণে চোখে পড়েছে এমন-ই দৃশ্য।

আজ (৯ মে) দুপুরে নগরের দেওয়ান হাট ১ নং সুপারি পাড়ার মুখে আলোর আশা ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজের ৭৮জন এতিম এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এতে সিআইইউর স্কুল অব ল’র বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোর আশা ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইলাহি ফয়সাল, সিআইইউর আইন অনুষদের শিক্ষার্থী আবু কাওসার, ইরফানুল ইসলাম, ইশতিয়াক ইসলাম, কায়েস আহমেদ, মাহমুদুল ইসলাম, সৌমিত্র সিনহা, মহসিন হায়দার, শাহরিয়ার আলম প্রমুখ।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের হাসি ফোটানোর লক্ষে তারা এমন উদ্যোগ নিয়েছেন। আগামী বছরগুলোতে আরও বড়পরিসরে এই ধরণের সমাজ পরিবর্তনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সবাই।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯১
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ৪, আহত ৬