যোগ ব্যায়াম মানবজাতির জন্য মহামূল্যবান উপহার

কক্সবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর-এর কক্সবাজার অফিসের সহযোগিতায় কক্সবাজারে ৮ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে আজ মঙ্গলবার(২১ জুন)।

এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য যোগ ব্যায়ামের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “ভারতের প্রাচীন ঐতিহ্য যোগ ব্যায়াম সমগ্র মানবজাতির জন্য একটি মহামূল্যবান উপহার।”

তিনি আরো বলেন, “২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতিসংঘের সাধারণ সভায় ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের জন্য আহ্বান জানান তখন সেই প্রস্তাবে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল এবং বাংলাদেশ সহ রেকর্ড সংখ্যক ১৭৭টি দেশ রেকর্ড ৭৫ দিনের মধ্যে সেটি গ্রহণ করেছিল।”

ড. রাজীব রঞ্জন বলেন, “ইউনেস্কো’র দ্বারা যোগ ব্যায়ামকে বিশ্বের স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পুরো মানবজাতির জন্য এটির বৈশ্বিক গুরুত্ব ও উপকারিতাকে বুঝায়।”

ইউএনএইচসিআর কর্মকর্তাবৃন্দ এবং যোগ ব্যায়ামে আগ্রহী ব্যক্তিরা এই যোগ সেশনে অংশগ্রহণ করেন।

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশন এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে একমত পোষণ করেন।
যোগ সেশনটি আয়োজনের জন্য ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন ইউএনএইচসিআর-এর সাব-অফিসের প্রধান মিস ইটা শ্যুটকে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধআইসিটি মামলায় উত্তর জেলা আ.লীগ নেতা কারাগারে
পরবর্তী নিবন্ধসিআইইউতে অভিবাসীদের সমস্যা-সুবিধা বিষয়ক অনুষ্ঠান