সিআইইউতে অভিবাসীদের সমস্যা-সুবিধা বিষয়ক অনুষ্ঠান

| বুধবার , ২২ জুন, ২০২২ at ১২:১১ পূর্বাহ্ণ

শিক্ষার কোনো সীমানা নেই, নেই কোনো দেশ। আর তাই তো উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে প্রতি বছর প্রচুর সংখ্যক শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে ভিনদেশে। তবে অভিবাসী হয়ে বিদেশ জীবনে টিকে থাকার যেমন আছে চ্যালেঞ্জ, তেমনি আছে নিজের দেশের জন্য কাজ করার যথেষ্ট সুযোগ।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত ‘প্রবাস জীবনের নানা দিক’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন কানাডার টরন্টোর জর্জ ব্রাউন কলেজের ইংরেজি ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত।

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অ্যামেরিকান কর্নারে ইংরেজি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত কানাডায় বাংলাদেশী নাগরিকদের বর্তমান অবস্থা, সেখানকার উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের চিত্র উপস্থাপন করার পাশাপাশি অভিবাসীদের সমস্যা এবং চ্যালেঞ্জগুলো কী তা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তুলে ধরেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তার এই বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে বিদেশ জীবন নিয়ে তাদের সমসাময়িক নানান প্রশ্নের জবাব দেন তিনি।

অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত বর্তমানে উচ্চশিক্ষা নিয়ে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবেও দীর্ঘকাল শিক্ষকতা করেছেন।

সিআইইউ’র ইংরেজি বিভাগের প্রধান রিফাত তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অভ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযোগ ব্যায়াম মানবজাতির জন্য মহামূল্যবান উপহার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় টিভি চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু