জলাবদ্ধতা থেকে রক্ষায় নিজ অর্থায়নে কাউন্সিলর ইলিয়াছের নালা খনন

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ১:২৩ পূর্বাহ্ণ

নতুন নালা খননের মাধ্যমে এক হাজার পরিবারকে জলাবদ্ধতা থেকে রক্ষার উদ্যোগ নিয়েছেন নগরীর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ।

ওই ওয়ার্ডের গলিচিপা পাড়া ও ফুল চৌধুরী পাড়ার জলাবদ্ধ স্থান থেকে বৃষ্টির পানি দ্রুত মহেশখালে নেমে যাওয়ার জন্য এই নালা খনন কাজের উদ্বোধন করা হয় গত ২১ জুন মঙ্গলবার।

কয়েক বছরের পুরানো এই সমস্যায় বর্ষাকাল এলেই জলাবদ্ধতার কারণে এলাকার মানুষের বসবাস দুর্বিষহ হয়ে উঠত। এ ওয়ার্ডে জলাবদ্ধতার শিকার হতো প্রায় এক হাজার পরিবার।

এলাকাবাসীর কল্যাণে নিজের অর্থায়নে এই নতুন নালা খনন কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে নির্দেশনা প্রদান করেন কাউন্সিলর ইলিয়াছ। এই নালা খননের ফলে খুব শীঘ্রই সেখানে জলাবদ্ধতা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার থেকে অপহৃত দুই শিক্ষক বিজিপির কাছে হস্তান্তর
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা