সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইয়ুথ ভয়েসের ইফতার বিতরণ

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ৪:৪১ অপরাহ্ণ

নগরীর সুবিধাবঞ্চিত, গরীব অসহায় এবং দুস্থ শিশুদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ ভয়েস’।

গত ২৩ এপ্রিল নগরীর খুলশী কনভেনশন হলে ৬টি দুস্থ, অসহায় ও পথশিশু স্কুলের মোট চার শতাধিক শিশুর ভেতর এসব সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিবারের মতো এবারের আয়োজনেরও শিরোনাম ছিল ‘প্রজেক্ট চনা পেঁয়াজু’।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান তাহমিদ কামাল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রাকিবুল হাসান, তাসনিমুল হাসান চিশতী, সৈয়দ শরিফ, শাহরিয়ার নাফিস, শাহরিয়ার, কানিজ হুমায়রা সুবা, ডিরেক্টর মোফাসসাল আজীজ, জ্যেষ্ঠ সদস্য সামিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের একটি সুন্দর দিন উপহার দিতে পেরে তারা ভীষণ আনন্দিত। এই ধরনের আয়োজনের মাধ্যমে সমাজের ধনী-গরীব সবাইকে একই ছায়াতলে আনাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধসেহরি খেয়ে ইপিজেডে কলেজ ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচেরাগী পাহাড়ে ইভান খুনের ঘটনায় একজনের রিমান্ড