চেরাগী পাহাড়ে ইভান খুনের ঘটনায় একজনের রিমান্ড

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ৫:১৪ অপরাহ্ণ

নগরীর চেরাগী পাহাড় এলাকায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান খুনের ঘটনায় গ্রেফতার প্রিয়ম বিশ্বাসের(২৫) একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করে।

প্রিয়ম বিশ্বাস চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের বুড়ির দোকান মহাজন বাড়ির রানা বিশ্বাসের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, “চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে আসকার বিন তারেক খুনের ঘটনায় গ্রেফতার প্রিয়ম বিশ্বাসকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করে।”

এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরীর সিআরবি সাত রাস্তার মোড় এলাকা থেকে প্রিয়ম বিশ্বাসকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ইভান নিহত হওয়ার ঘটনায় তার বাবা এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে পরদিন শনিবার (২৩ এপ্রিল) হত্যা মামলা করেন।

তাদের মধ্যে শুক্রবার রাতেই ছুরিকাহত শোভন নামের এক আসামিকে গ্রেফতার দেখানো হয়।

মামলার অন্য আসামিরা হলো ধ্রুব (২০), প্রান্ত (২০), শ্রাবণ (২০), শচীন (২০), রুবেল (২০) ও অর্ক (২০)।

নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বিবদমান দুই কিশোর গ্যাংয়ের একটির সদস্য ও জামালখান এলাকায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইয়ুথ ভয়েসের ইফতার বিতরণ
পরবর্তী নিবন্ধতেঁতুলতলা মাঠে থানা নির্মাণ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী