তেঁতুলতলা মাঠে থানা নির্মাণ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ৫:৫৮ অপরাহ্ণ

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো ভবন হবে না। মাঠ যেভাবে ছিল সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশানা দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, তেঁতুলতলা মাঠে আর থানা হবে না। খেলার মাঠই থাকবে। ওই জায়গাটির জন্য আমরা ২০১৭ সালে আবেদন করেছিলাম। তবে খোঁজ নিয়ে দেখলাম ওই এলাকায় খেলার জায়গা নেই। প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন, যেহেতু খালি জায়গা নেই, খেলাধুলা ও বিনোদনের কিছু নেই সে জন্য তিনি বলেছেন পুলিশের জমি সেভাবে থাকুক। কোনো কনস্ট্রাকশন যেন না হয়। যেভাবে চলছে সেভাবেই চলতে থাকুক।

পূর্ববর্তী নিবন্ধচেরাগী পাহাড়ে ইভান খুনের ঘটনায় একজনের রিমান্ড
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নিখোঁজের পরদিন শিশুর ভাসমান মরদেহ উদ্ধার