জব্বারের বলী খেলাকে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণার দাবি

সুজনের সুপেয় পানি বিতরণ কার্যক্রম

| শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

ঐতিহাসিক আব্দুল জব্বারের বলীখেলাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার নগরীর চকবাজার, আন্দরকিল্লা এবং লালদীঘির বলীখেলায় আগত দর্শনার্থীদের মাঝে পঞ্চম দিনের মতো সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করতে গিয়ে এ অনুরোধ জানান তিনি।

এসময় সুজন মেলায় আগত দর্শনার্থীদের বেশি সময় ধরে রোদে ঘুরাঘুরি না করারও অনুরোধ জানান তিনি। তিনি দর্শনার্থী এবং বিক্রেতাদের বারেবারে হাতমুখ পরিস্কার পানি দিয়ে ধোয়ার অনুরোধ জানান। হিট স্ট্রোকে যাতে কেউ আক্রান্ত হতে না পারে সেজন্য যথাসম্ভব রোদ এড়িয়ে ঠাণ্ডা স্থানে অবস্থান করার পরামর্শ দেন। সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণসহ দিনব্যাপী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মো. বাবলু, আনন্দ আচার্য, অসিত দেব হৃদয়, মেহেদী হাসান অনিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে আইনশৃঙ্খলার ব্যত্যয় হলে উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে
পরবর্তী নিবন্ধএকইরাতে ধর্ষণ ও সাইবার মামলার দুই আসামি গ্রেপ্তার