একইরাতে ধর্ষণ ও সাইবার মামলার দুই আসামি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

র‌্যাব ও থানা পুলিশের পৃথক অভিযানে রাউজানে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন ধর্ষণ মামালার আসামি ও অপরজন সাইবার ট্রাইব্যুনাল আদালতের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার আসামি।

র‌্যাবের হাতে গ্রেপ্তার ২০১৬ সালে দায়ের করা ধর্ষণ মামলার পলাতক আসামি রাউজানের চিকদাইর ইউনিয়নের মোহাম্মদ শফির পুত্র ইকবাল। র‌্যাব হাটহাজারী ক্যাম্পের অভিযানিক দল গত বুধবার রাতে তাকে চিকদাইর এলাকা থেকে গ্রেপ্তার করে।

একই রাতে থানা পুলিশ হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে রাউজান গহিরা ধলই নগর গ্রামের আবুল কালামের পুত্র আবদুল জব্বারকে। তিনি ২০২৩ সালে সাইবার ট্রাইব্যুনাল আদালতের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা ও কুৎসিত পোস্ট দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন রাউজানের আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী আহসান উল্লাহ জাহেদী। গতকাল দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধজব্বারের বলী খেলাকে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণার দাবি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় তানযীমুল কুররার অভিষেক