সাম্যের কবি

সুজন দাশ | বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

তুমি বাংলার ভাষার আকাশে ধূমকেতু হয়ে জ্বলো,
রুখে দাও যত অনিয়ম বাধা সাম্যের কথা বলো।

দীন-দুখী আর বঞ্চিত জনে দিয়েছ হৃদয়ে ঠাঁই,
তুমিই বলেছ মানুষের চেয়ে মহিয়ান কিছু নাই।

হৃদয়ের চেয়ে বড় কোন নয় মসজিদ-দেবালয়,
মানুষেরে তুলে সবার উর্ধ্বে গেয়েছ তাদের জয়।

কুলি মজুরের কষ্টে তোমার চোখ ফেটে আসে জল!
দিয়েছ তাদের শক্তি সাহস যুগিয়েছ মনে বল।

কারাগারের ঐ লৌহ কপাটের ভাঙার গেয়েছ গান,
মিলাতে চেয়েছ তুমি চিরকাল হিন্দু মুসলমান।

আঘাত করেছ চেতনার মূলে প্রেরণার গান গেয়ে,
তুমি যেন এক মিলনের দূত ঐ নদীর এক নেয়ে!

বিষের বাঁশি ও অগ্নিবীণায়ে সমতার ফুটে ফুল,
উন্নতশির সাম্যের কবি তুমি কাজী নজরুল।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহী নজরুল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু