বিদ্রোহী নজরুল

কাব্য কবির

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

একটি ছেলে জন্মেছিলো চুরুলিয়া গাঁয়ে,
আদর, সোহাগ করতো বেশি ছোটবেলা মায়ে।
ছয় বছরে বাবা হারায়,আট বছরে মাকে
সেই থেকেই সবাই তাকে দুখু মিয়া ডাকে।

ছোটদের জন্য দুখু মিয়া লিখতো মজার ছড়া,
খোকাখুকি যতই পড়বে দেখবে রসে ভরা।
বিশ্ব সেরা বিদ্রোহী কাব্য দুখু মিয়ার দান,
সব সময় তার মুখে থাকতো কবিতা ও গান।

বিষের বাঁশি বাজাত আর অসীম সাহস বুকে
অন্যায় দেখলে সবার আগে দাঁড়াতো সে রুখে।
অত্যাচারের দেয়াল ভেঙে ফুটাতো সে ফুল,
সে যে আমার প্রিয় কবি বিদ্রোহী নজরুল।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে জামায়াত নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাম্যের কবি