সাফ জয়ী কন্যাদের বরণ ছাদ খোলা বাসে

দেশে ফিরছেন আজ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনটি ছিল সাবিনা, কৃঞ্চা, মারিয়া, মনিকা, রিতু চাকমাদের দ্বিতীয় আবাস স্থল। দ্বিতীয় আবাস স্থল বললে ভুল হবে। বলতে হবে একেবারে প্রথম এবং নিজের আবাস। কারণ বছরে বেশিরভাগ সময়ই এখানে কাটাতে হয়েছে বাংলাদেশ নরী ফুটবল দলের সদস্যদের। শুধু অনুশীলনের ফাঁকে দু একদিনের জন্য হয়তো বাড়িতে বেড়াতে যেতে পেরেছে। সে ঘরে আজ আবার ফিরবে বাংলাদেশ দলের সাফ জয়ী ললনারা।
তবে সেটা একটু ভিন্ন আমেজে, রঙিন উৎসবে এবং স্বপ্ন পূরণের ফানুস উড়িয়ে। কারণ আজ যে দেশে ফিরবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা নারী ফুটবলাররা। তাইতো তাদের বরণ করতে ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন করেছে নানা আয়োজন। যেখানে সবচাইতে আকর্ষণীয় এবং বড় সংযোজন ছাদ খোলা বাস। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে ছাদ খোলা বাসের পরিচয়টা তেমন নেই। যদিও আমরা বিভিন্ন দেশে হার হামেসাই দেখি তেমন দৃশ্য। কদিন আগে এশিয়া কাপ জেতা শ্রীলংকার ক্রিকেটারদের ছাদ খোলা বাসে করে বরণ করেছে সেদেশের ক্রিকেট পাগল মানুষ এবং ক্রিকেট বোর্ড। তবে এবারে বাংলাদেশেও ঘটতে যাচ্ছে তেমন ঘটনা। যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথম সংযোজন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক অর্জন রয়েছে। যার মধ্যে সবচাইতে বড় অর্জন ছিল আইসিসি ট্রফি জয়। সে ট্রফি জয়ী বীর ক্রিকেটাররা ঘুরেছিলেন খোলা ট্রাকে করে। তবে এবার সাবিনা-কৃঞ্চারা পাচ্ছে প্রথম ছাদ খোলা বাসে চড়ে শিরোপা উদযাপনের স্বাদ। বাংলাদেশ দলের সবচাইতে নির্ভরযোগ্য খেলোয়াড় স্বপ্না ইনজুরি নিয়েই ফাইনালে খেলতে নেমেছিলেন। তবে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। মাঠ থেকে বেরিয়ে আসতে হয়েছে ইনজুরির কারণে। শিরোপা জয়ের পর সেই স্বপ্না বলেছিলেন হোকনা একটা ছাদ খোলা বাস। তার আবদারটা যেন শুনেছে বাফুফে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলাররা আজ বুধবার দুপুরে দেশে ফিরছেন। আর তাদের সংবর্ধনায় প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। বাংলাদেশে কঙবাজারে একটি ছাদ খোলা বাস রয়েছে। কিন্তু সেটিকে আনছেনা মেয়েদের সংবর্ধনায়। পুরো একটি বিআরটিসি বাসের ছাদ কেটে করা হয়েছে ছাদ খোলা বাস। ৭৫ সিটের ডাবল ডেকার বাসের দুইতলায় ৮ থেকে ১০টি সিট তুলে ফেলা হয়েছে। পাশাপাশি ডাবল ডেকার বাসের ছাদ কাটা হয়েছে। একই সঙ্গে বাসের গায়েও বিজয়ীদের স্টিকার লাগানো থাকবে। গতকাল রাতেই প্রস্তুত হয়ে গেছে বাসটি সাবিনাদের বরণ করতে। ইতিহাসগড়া এই নারী ফুটবলাররা বিজয়ীর বেশে দেশে ফিরবে আজ বুধবার। বাংলাদেশ সময় বেলা সোয়া ১২টায় নেপাল থেকে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, সিরাত জাহান স্বপ্নারা। এক ঘণ্টার বিমান ভ্রমণ শেষে দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বাংলার সোনার কন্যাদের।

পূর্ববর্তী নিবন্ধসাফ ফুটবলে চ্যাম্পিয়ন পাহাড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস
পরবর্তী নিবন্ধবাংলাদেশের লৌহ ও ইস্পাত শিল্প বিশ্ববাজার সৃষ্টি করছে