সাউদার্ন ইউনিভার্সিটিতে ফ্রেশারস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত ফ্রেশারস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আইন বিভাগ। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আইন বিভাগ ৫ উইকেটে ইংরেজি বিভাগকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর পরিচালক প্রফেসর আশুতোষ নাথের সভাপতিত্বে ও ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূর আহমেদ, আইন বিভাগের হেড মোহাম্মদ ইয়াসিন ও ইংরেজি বিভাগের হেড আরমান হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক জমির উদ্দিন প্রমুখ। প্রথম বারের মত আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্ররা অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ম্যাচেও হেরে গেল বাংলার নারীরা