সাফ ফুটবলে চ্যাম্পিয়ন পাহাড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের তিন ফুটবল কন্যা ও এক সহকারী কোচকে নিয়ে আনন্দে ভাসছে খাগড়াছড়ি। কারণ তারা সবাই এ জেলারই মেয়ে। গত সোমবার কাঠমান্ডুতে ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারায় লাল-সবুজের দল। আর এই দলে রয়েছে খাগড়াছড়ির সাতভাইয়ার পাড়ার যমজ দুইবোন আনাইমগিনী ও আনুচিং মগিনী, জেলার লক্ষ্মীছড়ি বাসিন্দা মণিকা চাকমা এবং কোচ খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়ার বাসিন্দা তৃষ্ণা চাকমা। এই চার পাহাড়ি কন্যার জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসক ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
খাগড়াছড়ি জেলা সদরের সাত ভাইয়াপাড়া পাহাড়ি গ্রামের দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী, জেলার লক্ষ্মীছড়ি লক্ষ্মীছড়ির বাসিন্দা মণিকা চাকমা এবং খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়ার বাসিন্দা তৃষ্ণা চাকমা। হত-দরিদ্র পরিবরের জন্ম নেওয়ায় ছোট বেলা থেকে কেটেছে অভাব আর অনটনে। তবে তাদের কল্যাণেই পরিবারগুলো এখন আলোকিত। অভাব দূর হয়ে ফুটেছে সচ্ছলতার হাসি। সে সাথে দেশের মুখ উজ্জল করছেন। পুরো দেশের পাশাপাশি উচ্ছ্বাসটা একটু বেশি ধরা দিয়েছে পার্বত্য জনপদ খাগড়াছড়িতে। আনাই ও আনুচিংয়ের বাবা বলেন, আমার দুই মেয়ে খেলেছে। বাংলাদেশের বিজয়ে আমাদের গ্রামে মিষ্টি বিতরণ করেছি। পরিবারের পাশাপাশি এলাকাবাসীও বেশ উচ্ছ্বাসিত। আমরা খুব খুশি। মণিকা, আনাইদের কোচ ক্যাহ্লাচাই মারমা বলেন, আমার খুবই আনন্দিত এবং গর্বিত। খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, খাগড়াছড়ি জেলার তিনজন খেলোয়াড় এই দলে প্রতিনিধিত্ব করেছে, এতে আমরা গর্বিত।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে নিয়ে ভাবছে দুদক
পরবর্তী নিবন্ধসাফ জয়ী কন্যাদের বরণ ছাদ খোলা বাসে