সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে আজ শনিবার

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ । আর প্রথম আসরের আয়োজক বাংলাদেশ। আজ শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। এর আগে এই টুর্নামেন্ট হতো অনূর্ধ্ব-১৮ বয়সের। উদ্বোধনী দিনে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে নেপালের। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের এটা প্রথম আসর। এর আগে এই টুর্নামেন্ট হয়েছিল অনূর্ধ্ব-১৮ বয়সের। ২০১৮ সালের পর আর টুর্নামেন্ট হয়নি করোনার কারণে।
তাই সাফ অনূর্ধ্ব-১৯ করেছে টুর্নামেন্টটি। টুর্নামেন্টে ভাল করার প্রত্যয় বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডার। তিনি বলেছেন, ‘বিগত দিনে আমরা যে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা খেলে দর্শকদের আনন্দ দিতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই। সহ অধিনায়ক আঁখি খাতুনের বক্তব্যও তাই।
এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। অনেক কষ্ট করেছি। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন হতে চাই।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডে হোটেল কোয়ারেন্টিনে বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধকক্সবাজার জেলা দলকে উড়িয়ে দিল চট্টগ্রাম