কক্সবাজার জেলা দলকে উড়িয়ে দিল চট্টগ্রাম

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

ফুটবল কক্সবাজার জেলা দল বরাবরই শক্ত প্রতিপক্ষ চট্টগ্রামের জন্য। এবারের বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডেই কক্সবাজার জেলা দলের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম জেলা দল। প্রথম রাউন্ডে হোম এবং এওয়ে দু ম্যাচেই রাঙ্গামাটি জেলা দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় চট্টগ্রাম। এই রাউন্ডে হোম ম্যাচে কঙবাজার জেলা দরকে এক রকম উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা দল। ম্যাচের দুই অর্ধে দু রকমের ফুটবল খেলেছে কক্সবাজার। প্রথমার্ধে দারুন আধিপত্য বজায় রেখে খেললেও দ্বিতীয়ার্ধে ছিল একেবারেই নিস্প্রভ। আর তাতেই পাঁচ গোল হজম করতে হয়েছে কক্সবাজারকে। যদিও শেষ মুহুর্তে একটি গোল পরিশোধ করেছে সাগর পাড়ের দলটি। তারপরও চট্টগ্রামের জয়টা ৫-১ গোলের। আগামী ১২ ডিসেম্বর কক্সবাজারের হোম ম্যাচে ন্যূনতম ৫-০ গোলে জিততে হবে। না হয় পরের রাউন্ড খেলতে পারবেনা কক্সবাজার। সেক্ষেত্রে চট্টগ্রাম চলে যাবে পরের রাউন্ডে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরু থেকেই বেশ আক্রমণাত্নক ফুটবল খেলে কক্সবাজার জেলা দল। এ অর্ধে দুটি সহজ সুযোগও লাভ করেছিল সফরকারীরা। কিন্তু সে গুলোকে কাজে লাগাতে পারেনি। আর সে হতাশা তাদের পুড়িয়ে মেরেছে পরের অর্ধে। প্রথমার্ধে চট্টগ্রামও চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু গোল করার মত তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ফলে প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ করে দুদল। তবে দ্বিতীয়ার্ধে ভিন্ন রূপে আবির্ভুত হয় স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। শুরু থেকেই আক্রমণে যাওয়ার প্রচেষ্টা স্বাগতিকদের। আর তাতেই সফল। দ্বিতীয়ার্ধের তিন মিনিটেই এগিয়ে যায় চট্টগ্রাম নিজেদের অর্ধ থেকে বল পেয়ে প্রতিপক্ষ ডিবক্সের সামনে ফাহিম বল বাড়ান বোরহানের উদ্দেশ্যে। বোরহান আবার সে বল ফিরিয়ে দেন ফাহিমকে। এরপর ফাহিমের প্লেসিং শট জড়ায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। ১০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল আদায় করে নেয় চট্টগ্রাম। দারুন দর্শনীয় হেডে এবার গোল করেন বোরহান। বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে আমজাদ ক্রস করেছিলেন কক্সবাজার জেলা দলের ডিবঙে। আগোয়ান বোরহান দারুন হেডে বল জাড়ান জালে। ব্যবধান দাড়ায় ২-০। ২৫ মিনিটে আরো একটি দর্শনীয় গোল করে চট্টগ্রাম। এটি বোরহানের দ্বিতীয় গোল। বামপ্রান্ত দিয়ে বল নিয়ে একক প্রচেষ্টায় এগিয়ে যাওয়া আমজাদ যে শট নিয়েছিলেন তা ফিরিয়ে দেন কক্সবাজার গোল রক্ষক। কিন্তু ফিরতি বলে বোরহানের নেওয়া শট আর ফেরাতে পারেনি কক্সবাজার দলের গোল রক্ষক। ব্যবধান উন্নীত হয় ৩-০ তে। ৩৮ মিনিটে গোল সংখ্যা এক হালি পুরন করে চট্টগ্রাম। মাঝমাঠ দিয়ে আক্রমণে উঠে বোরহান লব করেন আমজাদের উদ্দেশ্যে। দারুণ হেডে সে বল জালে পাঠাতে মোটেও বেগ পেতে হয়নি আমজাদের। খেলার ইনজুরি সময়ে আরো একটি গোল করে চট্টগ্রাম। এবার নিজেদের অর্ধ থেকে বল সুমন লম্বা করে বাড়িয়েছিলেন সায়মনের উদ্দেশ্যে। আর সায়মনের কোণাকোণি শট জাল জড়ালে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল চট্টগ্রাম। তবে খেলার শেষ বাঁশি বাঁজার যখন অপেক্ষায় ছিল সবাই ঠিক তখণই একটি গোল পরিশোধ করে কক্সবাজার জেলা দল। কর্নার কিক থেকে উড়ে আসা বল নিয়ে ডিবক্সে জটলার সৃষ্টি হয়। আর সে জটলা থেকে আরাফাত গোল করলে ৫-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে কক্সবাজার জেলা দল। এখন নিজেদের মাঠে কক্সবাজার কতটা নিজেদের ফিরে পেতে পারে সেটাই দেখার বিষয়।

পূর্ববর্তী নিবন্ধসাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে আজ শনিবার
পরবর্তী নিবন্ধদেশের জন্য সব করতে প্রস্তুত তাসকিনরা