সরকার ইসলামের সার্বিক কল্যাণে নানা উন্নয়ন কাজ করেছে

সাতকানিয়ায় মাহফিলে সাংবাদিক আবু সুফিয়ান

| বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা মাইজপাড়া ফকিরিয়া জামে মসজিদ মুসল্লি পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে ৩য় তাফসিরুল কোরআন মাহফিল গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান। দুটি পর্বে সভাপতিত্ব করেন নুরুল কোরআন নুরানী মাদ্রাসার পরিচালক নুরুল আলম সওদাগর ও ফকিরিয়া জামে মসজিদের সভাপতি গোলাম সোবহান। এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা ক্বারী জুনায়েদ আল হাবিব।

বিশেষ অতিথি ছিলেন হাজী দেলোয়ার হোসেন, ঢেমশা সমিতির সভাপতি নাজিম উদ্দীন, সৌদি প্রবাসী মো. শহিদুল ইসলাম, মো. মোজাফফর হোসেন, ন্যাশনাল বিল্ডার্সের চেয়ারম্যান মঈন উদ্দীন, নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন, সাহাব মিয়া সওদাগর, মো. আবুল কাশেম, কেরানীহাট সিটি সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, হাবিবুর রহমান, ৮ নং ঢেমশার ৫ নং ইউপি সদস্য নেয়াজুর রহমান, সাবেক ইউপি সদস্য আলী আকবর, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি শহর মুল্লুক রাশেদ, হারুন অর রশিদ মানিক, আমিনুল ইসলাম, নেজাম উদ্দীন, মো. ফোরকান, শহিদুল ইসলাম, মো. নাজিম উদ্দীন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ইসলামের সার্বিক কল্যাণে নানা উন্নয়ন সাধন করেছে। সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করে একটি অনন্য নজির স্থাপন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোছলেম উদ্দিন আহমদ তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এক বর্ষীয়ান নেতা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার