সরকারি চাকরির বয়সে ৩৯ মাসের ছাড়

মহামারী

| শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:২৬ পূর্বাহ্ণ

মহামারীর ক্ষতি পুষিয়ে নিতে সরকারি চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ মাসের ছাড় পাচ্ছেন; তবে বিসিএস পরীক্ষা এই ছাড়ের আওতায় আসছে না। চাকরি প্রত্যাশীদের বয়সে এই ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে চিঠিও দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তাতে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করতে হবে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত। অর্থাৎ, ২০২০ সালের ২৫ মার্চের পর যাদের চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর পার হয়েছে, তারা বিসিএস ছাড়া অন্যান্য সরকারি চাকরির জন্য ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। তাতে সরকারি চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাচ্ছেন সর্বোচ্চ ৩৯ মাস।
সরকারি চাকরিতে প্রবেশের প্রান্তসীমা ৩০ বছর থেকে বাড়ানোর দাবি বেশ কয়েক বছর ধরেই রাজপথে রয়েছে, তবে স্থায়ীভাবে তা বাড়াতে রাজি নয় সরকার। তবে মহামারীর কারণে এর আগেও চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে দুই দফায় ছাড় দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদের সাবেক ওসি, ৭ এসআই ও ৬ এএসআইয়ের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধপাওনাদারের ভয়ে আত্মগোপনে