সমাজসেবায় সম্মাননা পেল মমতা

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

সমাজসেবায় অনবদ্য অবদানের জন্য সরকারি সম্মাননা পেল বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। গত সোমবার সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির নিকট থেকে এ সম্মাননা গ্রহণ করেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ।

মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য, উদ্যোক্তা সৃষ্টি, নারী ও শিশু অধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টিতে ভূমিকাসহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মমতা গত ৪০ বছর ধরে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে নিরলসভাবে কাজ করে আসছে। সামগ্রিক দিক বিবেচনায় সমাজসেবা অধিদপ্তর থেকে এ সম্মাননা পেল মমতা।

সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবার উপ-পরিচালক মো. ফরিদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের মহাকাল থেকে জেগে ওঠা ফিনিক্সপাখি ও বাংলাদেশ ছাত্রলীগ
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে