সত্যের মশালবাহী দৈনিক আজাদী

এম. এ. গফুর | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

দেশের প্রাচীনতম এবং স্বাধীন দেশের প্রথম প্রকাশিত জনগণ নন্দিত পত্রিকা অনেক চড়াইউত্রাই-পেরিয়ে গন মানুষের হৃদয় জয় করা দৈনিক আজাদীর ৬৩তম বর্ষ পদার্পণ করেছে। এই মহতী দিনে প্রিয় আজাদীর জন্য ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা। গণ মানুষের জনপ্রিয় পত্রিকা দৈনিক আজাদী চট্টগ্রামবাসীর অহংকার এখন আপল-বৃদ্ধ বণিতা সবার হৃদয়ে স্থান করে নিয়েছে পত্রিকাটি দৈনিক আজাদী এখন খৈটে খাওয়া মানুষের কণ্ঠস্বর। হৃদয়ের মনিকোটায় এই পত্রিকার স্থান সর্বোচ্চ শিখরে। পত্রিকাটি শুরু থেকেই সাধারণ মানুষের অধিকার ও চট্টগ্রামের ন্যায্য স্বার্থের প্রশ্ন আপোষহীন। সুদীর্ঘ ৬৩ বছর ধরে দৈনিক সংবাদপত্র হিসেবে একটানা প্রকাশনার গৌরবজনক ঐতিহ্যবাহী, প্রভাবশালী ও সর্বাধিক জনপ্রিয় পত্রিকা দৈনিক আজাদী। মরহুম ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেক, অধ্যাপক খালেদ সংবাদ পত্র ও সাংবাদিকতার জগতে পথিকৃৎ এই দুই মহান কীর্তিমান পুরুষের অক্লান্ত প্রচেষ্টার ফলশ্রুতিতে ধারাবাহিকভাবে আজাদীর অন্তহীন যাত্রা অব্যাহত রয়েছে। আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক আজাদীকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন অনেকটা পূরণ করে চলেছে। দৈনিক আজাদী প্রতিষ্ঠাকাল থেকে আজাদী সত্য ও ন্যায়ের পক্ষে। আজাদী আস্থা ও ভালাবাসার প্রতীক। সুখে-দুঃখে ভালবাসায়, হাসি কান্নায়, বেদনায় আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভূমিকা পালন করে চলেছে। প্রকাশনার শুরু থেকে আজ পর্যন্ত দায়িত্বশীলতার সাথে সেই আদর্শ ধরে রেখেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কোটি জনগণের হৃদয়ে ঠাই করে নিয়েছে। গত কয়েক দশকে আজাদীর হাত ধরে বহু লেখক ও সাংবাদিকের জন্ম হয়েছে। এটা সত্য যে, মানুষের আস্থা এবং ভালবাসা নিয়ে টিকে থাকা দৈনিক আজাদী এক অনন্য নজির স্থাপন করেছে। আজাদীর স্বর্ণালী ইতিহাস। সত্য সুন্দর ও বস্তুনিষ্ঠার আপোষহীন নাম দৈনিক আজাদী। আজাদীর ঐতিহ্য ধরে রাখার জন্য সম্পাদন এম, এ, মালেক, পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিককে ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর জন্মদিন
পরবর্তী নিবন্ধআল্‌-কোরআন মানবতার চিরকাঙ্ক্ষিত সিরাতুল মুস্তাকিম