শ্রমিক জনতার মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে

কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভায় শামীম

| শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশ শত বাধা বিপত্তির পরও জনসমুদ্রে পরিণত হয়েছিল। পলোগ্রাউন্ডের জনসভা সারা বাংলাদেশের জনসভাকে উজ্জীবিত করেছিল। আগামী ১৬ জুলাই চট্টগ্রামের শ্রমিক জনতার মহাসমাবেশও জনসমুদ্রে রুপ নেবে। তিনি গতকাল শুক্রবার শহীদ সরণিস্থ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষে কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো. শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্নার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সি. সহ সভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী, সহ সভাপতি রফিকুল হুদা চৌধুরী, অধ্যাপক আক্তার চৌধুরী, রফিকুল ইসলাম, সারোয়ার জাহান চৌধুরী, আব্দুল মাবুদ, এড. হাসান সিদ্দিকী, জালাল আহমেদ, মোক্তার আহমেদ, সৈয়দ আহমেদ উজ্জ্বল, এড. মো. ইউনুস, শাহদাত হোসেন রিপন, মোস্তফা কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌকমান্ডো আবু মুছা চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপ্রয়াত আ. লীগ নেতাদের কবরে মহিউদ্দিন বাচ্চুর শ্রদ্ধা নিবেদন