নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ছয়টি সফল নৌ অপারেশনের নায়ক বীর মুক্তিযোদ্ধা, নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের উদ্যোগে চকবাজারস্থ ডা. মাহফুজুর রহমান ল্যাবে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণ সভায় আবু মুছা চৌধুরীর বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একাত্তরের সাহসী এই বীর ১৯৫৩ সালের ২৩ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন নারায়ণহাট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আবু মুছা চৌধুরী ১৯৭১ সালের ১৫ আগস্ট রাতে ঐতিহাসিক অপারেশন জ্যাকপটে অংশ নেন। দুর্দান্ত আরেক অপারেশনে একাত্তরের ২ অক্টোবর কর্ণফুলী নদীতে ডুবিয়ে দেন গ্রিসের পতাকাবাহী জাহাজ এমটি অ্যাভলুজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোয়ান্টামের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধশ্রমিক জনতার মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে