প্রয়াত আ. লীগ নেতাদের কবরে মহিউদ্দিন বাচ্চুর শ্রদ্ধা নিবেদন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম এম.এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম.. হান্নান, ইছহাক মিয়া, আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এম.এ মান্নান, .বি.এম. মহিউদ্দিন চৌধুরী, কাজী ইনামুল হক দানু, আবছারুল আমিনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দীনসহ মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু বলেন, আমার সকল স্তরের নেতাকর্মীরা যদি সহযোগিতা প্রদান করেন এবং আমি যদি নির্বাচিত হই আপনাদের অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হবো। এই অঙ্গীকার পালনে আমি অবশ্যই আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো। এছাড়াও স্থানীয় যে সমস্যা রয়েছে তা সমাধানে সকলের সহযোগিতায় আমি সচেষ্ট হবো। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি চ্যালেঞ্জ মোকাবেলায় মহিউদ্দিন বাচ্চু আমাদের সর্ব সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। তার বিজয় কোন ব্যক্তির বিজয় নয় এটা বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়, শেখ হাসিনার বিজয়। এসময় আ... নাছির উদ্দীন বলেন, মরহুম প্রয়াত নেতারাই আমাদের জীবনে চলার পথের পাথেয়। তারা অনুপ্রেরণা যুগিয়েছেন বলে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। তাই তাদের পথ ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোেেসন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নোমান আল মাহমুদ এমপি, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, হাজী মোঃ হোসেন, আবু তাহের, সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, . নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মোঃ. জাবেদ, সৈয়দ মাহমুদুল হক, দিদারুল আলম দিদার, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, ডা. আবছারুল ডা. ফয়সাল আমিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক জনতার মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে
পরবর্তী নিবন্ধআমরা ক’জন মুজিব সেনার মৌসুমী ফল বিতরণ