শীতে পথচারীদের পাশে আসুন

| সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

আমাদের দেশ ষড়ঋতুর দেশ। এদেশে ডিসেম্বর থেকে জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়ে বৈ কমে না। বৈরী আবহাওয়া মহাদুর্ভোগে ফেলেছে হতদরিদ্রদের। রাস্তার ধারে, রেলস্টেশনে, ফুটওভারব্রিজের নিচে, কী কষ্টেরই না জীবন। সে জীবনকে আরও তছনছ করে দিচ্ছে ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে। এ দেশ অনেক উন্নতি করছে দিন দিন, অর্থনীতির চাকা প্রতিনিয়ত উঁচু থেকে আরও উচুঁ হচ্ছে, অট্টালিকায় ঢাকা পড়ছে আকাশ নগরের পর নগর, কিন্তু এখনো এই নগরের পথচারী মানুষগুলো ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো খুব জরুরি হয়ে পড়েছে। মানবিক মানুষের ভালোবাসাই ওদের এই শীত থেকে বাঁচাতে পারে। এদেশের বড় বড় শহরগুলোতে বিশেষ করে ঢাকা, চট্টগ্রামে অনেক দিনমজুর রিঙা চালক রাস্তার পাশেই রিঙার মধ্যে ঘুমিয়ে থাকে, আমাদের রাতের শহরে তাকালে রাস্তার পাশে অনেকই ঘুমাতে দেখতে পাই যারা কিনা এই তীব্র শীতে বাইরে ঘুমাচ্ছে। আমাদের মানবিক সহযোগিতাই পারে তাদের উষ্ণতার ঘুম।

মো. সজল হোসেন

শিক্ষার্থী, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধমার্কো পোলো : বিশ্ববিখ্যাত পর্যটক
পরবর্তী নিবন্ধচিঠি