শীতের কাব্য

সরোয়ার রানা | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

শীত এসেছে শীত এসেছে
খুশিতে মন নাচে
সাত সকালে উঠবো আমি
চড়বো খেজুর গাছে।

বছর ঘুরে ফিরে আসে
এলো আবার শীত
মেলা খেলা সারাবেলা
গাইবো মজার গীত।

মিষ্টি মধুর দারুণ সুবাস
চুমুক দিলাম রসে
শীতল পরশ মন জুড়ালো
নিল তারই বশে।

মাটির চুলার মিষ্টি তাপে
নেব আমি ওম
শীতের দিনে ক্ষণে ক্ষণে
আসে শুধু ঘুম।

নদীর কুলে শস্য শ্যামল
চোখ জুড়িয়ে যায়
শিশির ঘেরা সকাল বেলা
গানের পাখি গায়।

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধশীত নামে