মা

গোফরান উদ্দীন টিটু | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

পূর্ণিমা চাঁদ রাত করে না আলো
পদ্মপুকুর গভীর জলে কালো
মাগো তুমি, আছ কি খুব ভালো?

তোমায় মনে পড়ে সকাল – সাঁঝে
তুমিই ছিলে আমার সকল কাজে
তোমায় ছাড়া শূন্য জীবন আজ এ।

মাগো তুমি একটু বল কথা
তোমায় খুঁজি আজকে যথাতথা
তুমিই যে মা জীবন্ত রূপকথা।

আমার আকাশ আজকে তুমি ছাড়া
হারিয়ে যাওয়ার ছিল এতই তাড়া?
হায় রে, আমি আজকে যে মা হারা!

পূর্ববর্তী নিবন্ধলাল পাহাড়
পরবর্তী নিবন্ধশীতের কাব্য