শিশুর পেয়ারা পাড়া নিয়ে মারামারি, দায়ের কোপে আহত ৬

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

রোমেনা আক্তার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর চাচার গাছ থেকে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দায়ের কোপে ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘিলাতলী গ্রামে। আহতরা হলেন নূর আহমদ (৪৫), মাঈনুদ্দিন (১৭), ছালেহা বেগম (৫০), মো. ইউনুস (২০), ইউছুপ (১৮) ও রোমেনা আক্তার ()। এরা সকলে স্থানীয় কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাসিন্দা ও একই পরিবারের সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্র জানান, বুধবার দুপুর ১টায় নুর আহমদের তৃতীয় শ্রেণির ছাত্রী রোমেনা আক্তার চাচা নুরুল হাকিমের একটি পেয়ারা গাছে পেয়ারা পাড়তে উঠে। এ নিয়ে দুপুরে দুই ভাইয়ের বৌঝিদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিকেলে নুর আহমদের ছোট ভাই নুরুল হাকিমের ছেলে ইউনুছ ও ইউছুপ বাড়িতে আসলে মেয়েদের কানকথা শুনে দ্বিতীয় দফা তর্কাতর্কি লেগে যায় দুই পরিবারের মধ্যে। এক পর্যায়ে ইউনুছ ও ইউছুপ হাতে থাকা গাছ কাটার লম্বা দা দিয়ে জেঠা ও জেঠাতো ভাইবোনদের উপর চড়াও হয়। এতে জেঠার পরিবারের ৩ জনসহ আহত হন ৬ জন।

পূর্ববর্তী নিবন্ধদুর্গম সাজেকে ডায়রিয়ায় দুজনের মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক
পরবর্তী নিবন্ধমেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম নিলেন ৬৩ জন