মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম নিলেন ৬৩ জন

দোহাজারী পৌর নির্বাচন

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো দোহাজারী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং এলাকার ভোটারদের মধ্যে উৎসবের আমেজ। নির্বাচনী তফসিল ঘোষণার পর গত ৪ দিনে মেয়র পদে ১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জনসহ মোট ৬৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম গতকাল জানান, মনোনয়ন ফরম বিতরণ শুরুর পর গত ৪ দিনে ৬৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন মনোনয়নপত্র দাখিল, ১৯ জুন মনোনয়নপত্র বাছাই এবং ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৭ জুলাই ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ৩৩ হাজার ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১ জন মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত করবেন।

পূর্ববর্তী নিবন্ধশিশুর পেয়ারা পাড়া নিয়ে মারামারি, দায়ের কোপে আহত ৬
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে খাদ্য সংকটে বন ছেড়ে লোকালয়ে বন্যপ্রাণী