শিক্ষিত মানে মুখ বুঝা নয়

অনামিকা দত্ত | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষিত মানুষ অন্যকে আলোর পথ দেখায়। কেউ যদি ভালো মন্দ বুঝতে অক্ষম হয়। তাকে তার ভালোটা বুঝতে শিখতে উৎসাহিত করে। সেখানেই শিক্ষিত লোকের কদর। সেখানেই মানুষের শ্রদ্ধা ভক্তির জায়গাটা তৈরি হয়। আজ আমরা প্রায়ই শিক্ষিত জাতি। বলতে গেলে ঘরে ঘরে উচ্চ শিক্ষিত লোকের অভাব নেই। তাহলে প্রশ্ন হলো এতো উচ্ছন্নতা আসে কোথা থেকে? কেন রাস্তা ঘাটে এতো অবমাননা। বাসায় এতো জ্ঞানী গুণী অভিভাবক থাকতে কেন ছেলে মেয়েরা বাইরে এতো উচ্ছন্নতায় সময় কাটায়।
শিক্ষিত নামে উচ্ছন্নতা কি মঙ্গল বয়ে আনবে আমাদের জন্য। আজকাল ছেলেমেয়েরা অভিভাবকদের পাত্তায় দিতে চায় না। বাবা- মায়েরা এগুলো এসমার্টনেস ভেবে উড়িয়ে দিচ্ছেন। অবমাননাবোধ কখনোই এসমার্টনেস হতে পারে না। নমনীয়তাবোধ এসমার্টনেসের মূল ভিত্তি। আপনার সন্তানদের নমনীয়তাবোধে উদ্দীপ্ত করুন। অন্যকে সম্মানবোধ দেখাতে বলুন। শিক্ষকদের পায়ে লুটে সালাম করতে শেখান। সে সন্তান বৃদ্ধ বয়সে কখনো আপনাকে অবহেলা করবে না। শিক্ষিত নামের উচ্ছন্ন সন্তানের চেয়ে অশিক্ষিত অনুগত সন্তান অধিক শ্রেয়।

পূর্ববর্তী নিবন্ধফুটওভার ব্রিজে যাতায়াত হোক নির্বিঘ্নে
পরবর্তী নিবন্ধস্মরণের আবরণে আমার প্রিয় বাবা