ফুটওভার ব্রিজে যাতায়াত হোক নির্বিঘ্নে

| সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন জায়গায় নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে কর্তৃপক্ষ ফুটওভার ব্রিজ নির্মাণ করে দিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বেশিরভাগ ফুটওভার ব্রিজ তদারকি না হওয়ার ফলে ফুটওভার ব্রিজে প্রতিনিয়তই প্রকাশ্যে মাদক সেবন, হকাররা নানা পণ্যের পসরা সাজিয়ে ক্রেতা সমাগম করা, রাতে মেয়েদের একা দেখতে পেলেই উত্তক্ত্য করাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড হয়। যার কারণে নিরাপদ ফুটওভার ব্রিজ নগরবাসীর নিকট দিন দিন ক্ষতির কারণ হয়ে দাড়িঁয়েছে। ফলে অধিকাংশ সচেতন মানুষও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে মাঝ রাস্তা পার হচ্ছে। এসময় অনেকে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জীবন হারাচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ নগরীর ফুটওভার ব্রিজ সমূহে জনগণ যাথে নির্বিঘ্নে নিরাপদে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ রইল।
আলতাফ হোসেন হৃদয় খান
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধ৬,৬৩৪ কেজি প্লাস্টিক বর্জ্য সরালেন স্বেচ্ছাসেবীরা
পরবর্তী নিবন্ধশিক্ষিত মানে মুখ বুঝা নয়