শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

এম.এম.মাঈন উদ্দীন রুবেল | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

১২ সেপ্টেম্বর থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বহু শিক্ষার্থী পড়াশোনা থেকে ছিটকে পড়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নেমে আসে হতাশা, হারিয়েছে ধৈর্য। এমন সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পরীক্ষা হওয়ার কথা শুনে তারা এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ১২-১৮ বছর ঊর্ধ্ব শিক্ষার্থীদের শীঘ্রই টিকার আওতায় এনে অতিদ্রুত সময়ের মধ্যে পাবলিক পরীক্ষা সমূহের রুটিন প্রকাশ করে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করলে আরো ভাল হবে বলে মনে করি। কারণ এই মহামারী করোনা ভাইরাস যেকোন সময় রূপ পরিবর্তন করে সংক্রমণের হার আবারও বাড়তে পারে। তখন পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসলে একযোগে আর পরীক্ষা নেওয়া সম্ভব নাও হতে পারে। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের স্বপ্ন বাস্তবায়নে বিলম্ব হবে। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পরীক্ষা দিতে না পারায় তারা এখন কিংকর্তব্যবিমূঢ়। শিক্ষার্থীদের আগে টিকার আওতায় এনে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ফিরে পাবে বলে মনে করছি। সরকারের এমন সিদ্ধান্ত ও প্রদক্ষেপ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি মনোনিবেশ ঘটাচ্ছে। এই মনোনিবেশ ও প্রস‘তি যাতে ব্যাহত না হয় সরকার সেদিকে নজর রাখবে। প্রয়োজনে দুই শিপটে পাবলিক পরীক্ষাসমূহ বেঞ্চ প্রতি দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেবে বলে মনে করছি। আশা করছি সরকার শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত জটে পড়া শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়ে আরেকধাপ এগিয়ে আসবেন।

পূর্ববর্তী নিবন্ধশরৎ
পরবর্তী নিবন্ধসমাজের নষ্ট মানুষেরা