শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী

চন্দনাইশে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার অবদান অনস্বীকার্য। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি ক্ষমতা গ্রহণের পর শিক্ষাখাতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় বর্তমানে দেশে শিক্ষিতের হার ৮০% এর কাছাকাছি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষায়ও বিজ্ঞান এবং কম্পিউটার শাখা চালু করেছেন। তিনি সম্প্রতি চন্দনাইশ পৌরসভার উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসায় নবনির্মিত ৪ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহসভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, এম কায়ছার উদ্দিন চৌধুরী, আবদুল মালেক রানা, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, মো. তৌহিদুল আলম, এএসএম মুছা তসলিম, মহিলা কাউন্সিলর শিরীন আকতার, আনছারুল হক, নাছির উদ্দিন চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী, মো. মঈনুদ্দিন বাচা, ফেরদৌস ওয়াহেদ, হেলাল উদ্দিন, আকবর আলী, সিরাজুল মোস্তফা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাও. মহসিন সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সানা উল্লাহ। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে তিনি গাছবাড়িয়া সরকারি কলেজে ৬ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজান স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ‘এ সপ্তাহের সংস্কৃতি’