শিকলবাহায় ছয় লাখ টাকার চোরাই অকটেন জব্দ

দুই চোরাকারবারি আটক

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় সাড়ে ৬ লাখ টাকার ৫ হাজার লিটার চোরাই অকটেন জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের হাতে দুই চোরাকারবারী আটক হয়েছে। আটক দুইজন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মৃত ইয়াছমিন আহাম্মদের পুত্র মো. কোরবান আলী (৪৮) ও পটিয়া উপজেলার চরকানাই গ্রামের আব্দুল মতিনের পুত্র মো. এমদাদ হোসেন হৃদয় (২০)

র‌্যাব৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় চোরাকারবারী কর্ণফুলী উপজেলার মধ্যম শিকলাবাহা এলাকায় অবৈধভাবে ক্রয়বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই অকটেন এবং ডিজেল মজুদ করে রেখেছে। এরই সূত্রধরে রবিবার বিকেলে র‌্যাবের একটি টিম উপজেলার মধ্যম শিকলাবাহা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি একটি দোকানের ভেতর থেকে সুকৌশলে পালানোর চেষ্টা করে। সেসময় র‌্যাব সদস্যরা চোরাকারবারী মো. কোরবান আলী ও মো. এমদাদ হোসেন হৃদয়কে আটক করে। আটকের পর তাদের দেয়া তথ্যমতে ৪,৯৫৫ লিটার চোরাই অকটেন জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি ইত্যাদি হতে অকটেন এবং ডিজেল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরায় বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত অকটেনের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা। জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, র‌্যাবের হাতে আটক দুই চোরাকারবারীকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং জব্দকৃত চোরাই অকটেন থানা হেফাজতে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিনদিন পর মুক্তিপণে ফিরল অপহৃত চার রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধসব স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি ৮ জুন পর্যন্ত ছুটি