শাহ আমানতে ১ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১২:৫৩ অপরাহ্ণ

দুবাই থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণ, ২০টি আই ফোন, মদ ও সিগারেটসহ অবৈধভাবে আনা কোটি টাকার পণ্য আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা শাহ্ আমানত বিমানবন্দর সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে মিজানুর রহমান নামের এই যাত্রীর কাছ থেকে মদ, সিগারেট এবং ১ কেজি স্বর্ণ জব্দ করে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সুলতান মাহমুদ জানিয়েছেন, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা লোহাগাড়ার চুনতির মিজানুর রহমান নামের এক যাত্রীর কাছে ৬টি স্বর্ণবার, চুরি ১২টি, লকেট ১২টি, এবং ২০টি আইফোন পাওয়া গেছে। যার বাজারমূল্য এক কোটি টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও কাস্টমস সূত্র জানায়।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন থেকে বিশ্বের কত শস্য দরকার
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিতে আহত হাবিব উল্লাহর মৃত্যু