শাহাদাতের মুক্তি ও নেতাকর্মীদের মামলা প্রত্যাহার দাবি

গোলাম আকবরের বিবৃতি

| শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার গত ৩১ মার্চ এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে ডা. শাহাদাতের মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ বিএনপির ৫৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহারেরও দাবি জানান। তিনি বলেন- সরকার সুবর্ণজয়ন্তীর নামে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে, জিয়াউর রহমানের খেতাব বাতিল করছে, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের একক কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন- মুক্তিযুদ্ধের মূল দাবি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে স্বৈরাচারী শাসন কায়েম করেছে সরকার। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জন দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। তিনি বিএনপির নেতাকর্মী ও জনগণকে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধডুবে যাওয়া বার্জ উদ্ধার হয়নি তিন দিনেও