শব্দের জাদুকর

মো. জয়নাল আবেদীন (২২,৪৩৪) | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

এক দেশে ছিল এক
শব্দের জাদুকর
এসেছিল জীবনে
হয়ে এক রবি বর।
যা পায় তা নিয়ে
লিখে যায় ছন্দ
সাধক বলি তারে
লাগে না তো মন্দ।
হাত পাকা সবখানে
লেখা আঁকা ছবিতে
মন তাই মশগুল
প্রিয় সেই রবিতে।
ক্ষুদ্র সে নাম নয়
যেন এক মহিরুহ
ছায়া দেয় সৃজনে
আনন্দ জাগে মনে।
আমাদের রবি বাবু
জ্বলে ওঠা তারা
তোমাকে স্মরণ করে
লিখি আমি ছড়া।

পূর্ববর্তী নিবন্ধবাঁচতে চাই
পরবর্তী নিবন্ধশীতের দাওয়াত