লোহাগাড়ায় ২ লাখ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. তারেক (৩২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবিলা বাইগ্যাখোলা জামছড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। এ সময় জব্দ করা হয়েছে ২ লাখ ৬০ হাজার ঘনফুট বালু। দণ্ডপ্রাপ্ত তারেক লোহাগাড়া সদর ইউনিয়নের শাহাব উদ্দিনের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি খাস জমি হতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি স্তুপে প্রায় ২ লাখ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত তারেক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত বালু নিলামের বিক্রি করা হবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নিজে কি পেল তা নিয়ে কখনো ভাবে না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধগ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে বিএনপির নিন্দা