লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক ও সহকারী আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ট্রাক চালক ও সহকারীর নাম-ঠিকানা জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ও সহকারী আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ধারণা করা হচ্ছে, ভোরে বৃষ্টি ছিল এবং চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খাদ থেকে রোড বোঝাই ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। রড বোঝাই ট্রাক বেশি ভারী হওয়ায় খাদ থেকে সাধারণ ক্রেন দিয়ে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। মালিক পক্ষ ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা নিচ্ছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই থেকে এক হাজার ৮০০ কেজি পলিথিন জব্দ
পরবর্তী নিবন্ধচকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন