লোহাগাড়ায় আগুনে পুড়েছে দুই বসতঘর

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে দুই পরিবারের বসতঘর। গতকাল মঙ্গলবার দিনগত রাতে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খান মোহাম্মদ সিকদার পাড়ায় এই ঘটনায় ঘটে। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃত নুর আহমদ সিকদারের পুত্র মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার ও মৃত আহামুদুর রহমান সিকদারের পুত্র মাওলানা মোহাম্মদ আলী সিকদার।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে মাটির দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখের গান
পরবর্তী নিবন্ধচিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও শাস্তি দাবি