লেবু গাছের পাতা ছেড়া নিয়ে তুলকালাম!

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চকরিয়ায় ঈদের দ্বিতীয় দিন সকালে সীমানার লেবু গাছের পাতা ছেড়া নিয়ে ছোট ভাই সৌদিপ্রবাসী রুহুল আমিনের স্ত্রী শাহেনা আক্তারের সঙ্গে বাদানুবাদে জড়ান বড় ভাই দোস্ত মোহাম্মদ (৪২)। এ সময় প্রতিবেশী বৃদ্ধ নুরুল হুদা সওদাগর সেই ঝগড়া থামাতে এগিয়ে এলে দোস্ত মোহাম্মদ বাড়ির ভেতর থেকে ধারালো দা নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে বৃদ্ধ প্রতিবেশীকে। এ সময় বৃদ্ধের মাথা, পিঠে একাধিক কোপ দেওয়া হয়। এতে ওই বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়লে চারিদিক থেকে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ এসে দোস্ত মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটকের আগে ধারালো দা দিয়ে পুলিশের ওপরও চড়াও হওয়ার চেষ্টা করেন তিনি। এসময় ওই বাড়ির চারিদিকে অন্তত হাজারো নারী-পুরুষের ভিড় জমে যায়। ঘটনাস্থল চকরিয়ার উপকূলীয় বদরখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কুতুবনগর পাড়ার। প্রত্যক্ষদর্শীরা জানায়, যদি পুলিশ এসে দোস্ত মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে না যেত তাহলে বিক্ষুব্ধ জনতার পিটুনিতে নির্ঘাত তার মৃত্যু হত।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার জানান, এই ঘটনায় বৃদ্ধ ব্যবসায়ী নুরুল হুদার (ভিকটিম) পুত্র মো. জসীম উদ্দিন বাদী হয়ে একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে দোস্ত মোহাম্মদকে আসামি করে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার জমা দিলে পুলিশ তা মামলা হিসেবে রুজু করে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দোস্ত মোহাম্মদকে গত মঙ্গলবার আদালতে প্রেরণ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, তুচ্ছ ঘটনায় এমন নৃশংসতা কোনোভাবেই কাম্য নয়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় ওই বৃদ্ধের মাথা, পিটে ৫টি ধারালো কোপের জখম পাওয়া গেছে। এছাড়াও দুই পায়ের গোঁড়ালিও অনেকটা বিচ্ছিন্ন করা হয়েছে ধারালো ধামা দায়ের কোপে। এই অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাকা খুলে সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস
পরবর্তী নিবন্ধঢাকায় ঘরে নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ