লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ৩ জানুয়ারি হতে শুরু হয়ে গতকাল ২ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। মোট ৪৮ টি ইভেন্টে চারটি হাউজ যথাক্রমে শহিদ মুশফিক হাউজ,শহিদ জসীম হাউজ, শহিদ তানভীর হাউজ এবং শহিদ মাহফুজ হাউজ প্রতিদ্বন্দ্বিতা করে।

এতে শহিদ মাহফুজ হাউজ চ্যাম্পিয়ন এবং শহিদ মুশফিক হাউজ রানার আপ হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাঙামাটি রিজিয়নের জোন মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটির পরিচালনা পর্ষদের সভাপতি ও রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন।

পরে প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান চ্যাম্পিয়ন ট্রফি শহিদ মাহফুজ হাউজের হাউজ মাস্টার ও হাউজ ক্যাপ্টেনের হাতে এবং রানার আপ ট্রফি তুলে দেন শহিদ মুশফিক হাউজের হাউজ মাস্টার ও হাউজ ক্যাপ্টেনের হাতে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের শেষ রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ
পরবর্তী নিবন্ধসানোয়ারা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন