লালদীঘি মাঠে চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

অনেক ইতিহাসের জন্মদাতা লালদীঘির মাঠ। লালদিঘীর মাঠ থেকে প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেছিলেন। চট্টগ্রামে অনেক বীরের জন্ম হয়েছে। ঝড়তুফান এলে আমরা শিনা দিয়ে ঠেকাই, আমরা চাটগাঁইয়া। বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্টে গড়া চট্টগ্রামের রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টি। চট্টগ্রামের মানুষের ভাষায়ও রয়েছে স্বকীয়তা। চাটগাঁইয়া গান, কবিতা ও নাটিকার সুনিপুন উপস্থাপনের মাধ্যমে আজ লালদীঘি মাঠে চাটগাঁইয়া ঈদ উৎসব অনুষ্ঠিত হবে। জব্বারের বলীখেলায় বাড়তি মাত্রা যোগ করেছে চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব।

গত বছর থেকে লালদীঘি মাঠে এই উৎসব চলে আসছে। ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, চট্টগ্রামের ইতিহাসঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বলীখেলা ও বৈশাখী মেলার পাশাপাশি ঈদ আনন্দে নগরবাসীকে শরীক করতে আয়োজিত চাটগাঁইয়া ঈদ উৎসবের আনন্দ র‌্যালির উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত সংবাদব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিমসহ চট্টগ্রামের সকল সংসদ সদস্য উৎসবে শুভেচ্ছা জানাবেন। অনুষ্ঠানে চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে চাঁটগাইয়া নাচ, গানের পাশাপাশি থাকছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। সবশেষে ঈদের সেমাই দিয়ে আপ্যায়ন করা হবে উপস্থিত সকলকে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
পরবর্তী নিবন্ধবৈশাখী মেলায় মুখর লালদীঘি