রোজার মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে

শাহরিয়ার ইমন শাইমন | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

রোজার মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে দেশের শিক্ষার মান একবারে বিশ্বের ১ নাম্বার পজিশনে নিয়ে যাবেন, তাইতো? এই গরমে বাচ্চারা ৬ দিন ক্লাস করবে তাও আবার সশরীরে, আর বাবা-মা রোজা-কালাম, রমজানের এক্সট্রা কাজ বন্ধ রেখে বাচ্চাদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ায় ছোটাছুটি করবে…! এতোই যদি প্রয়োজন হয়, প্রিয় কর্তৃপক্ষ, অনলাইনে ক্লাস নিন, অফলাইনে কেন? আর স্কুলেই যদি সব পড়াতে পারতেন, প্রাইভেট শিক্ষক দরকার হয় কেন? ঘুণেধরা শিক্ষার সিস্টেম পরিবর্তন করুন; স্কুলে নামকাওয়াস্তে না পড়িয়ে সঠিক পদ্ধতি অনুসরণ করুন, শিক্ষার্থীবান্ধব হোন, এবং সেকেলে পদ্ধতিতে পড়ানো বাদ দিয়ে আপডেইটেড সিস্টেমে শিক্ষার পরিবেশ তৈরি করুন, বেশি বেশি পড়া না দিয়ে ক্লাসের পড়া ক্লাসেই কম্পিলিট করার পরিবেশ তৈরি করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে..। নাইলে রোল কল করতে করতেই ক্লাস শেষ হবে, শিক্ষার্থীদের প্রাইভেট পড়া ছাড়া কোনো গতি থাকবে না (এখনো নেই আনফর্চুনেটলি)! গাছের গোড়া কেটে মাথায় পানি দেওয়ার কোনো মানে আছে কি?

পূর্ববর্তী নিবন্ধকোথাও কেউ নেই
পরবর্তী নিবন্ধমানবিক দিক বিবেচনায়