কোথাও কেউ নেই

মনোয়ারা সুলতানা সোনিয়া | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

একাকীত্বে হাতড়ে খুঁজি
কোথাও কেউ নেই।
পুনশ্চ ভুল করি
বারে বারে করি।
বদনের বদান্যতায় মেকি জোটে কিছু।
তোমাতে আমাতে দূরত্ব বহু
চলার পথে হোঁচট বারেবার
ঘুরে দাঁড়ালেই হানা মরীচিকার ।
পৌনপৌনিক ভালবাসায়
হৃদয়ের ভগ্নস্তূপ ।
অনন্তের হাতছানি ক্রমশ নিকট
সাঙ্গ হলো বেলাশেষ।
অস্তমিত পান্ডুর রবি
একটু পরেই নিভে যাবে প্রদীপ,
মেকি আলোর ঝলকানিতে
পায়না ফিরে প্রাণের গতি।
দিবস রজনী এক করে
বয়ে চলা সমতল জীবন
বড় বেশি ভার ।
ধ্বংসস্তুপ এখন হিমালয় সম
ঊর্ধ্বপানে আকাশ ছুঁতে চায়।
এই বেলার তাসের ঘর
দুলে ওঠে হাওয়ার ঝড়ে।
বিশ্বাসের সন্ধিক্ষণে
উৎরে যেতে বড়ই বাধা।

পূর্ববর্তী নিবন্ধসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের সচেষ্ট হওয়া জরুরি
পরবর্তী নিবন্ধরোজার মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে