রাসেল সোনা

সুব্রত চৌধুরী | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

রাসেল, নয়তো ছোটো খোকা
গোলাপ বাগে ফুটে থাকা
গোলাপ থোকা থোকা।
রাসেল, মিষ্টি মধুর হাসি
স্বর্গীয় সুখ মুখটা জুড়ে
মোহন সুরে বাঁশি।
রাসেল, সাইকেল নিয়ে ঘোরে
বাংলাদেশের বুকটি জুড়ে
সোনার বাংলা সুরে।
রাসেল, ছোটো ভাইটি বোনের
দু’চোখ জুড়ে স্বপ্ন সবার
সুখী গৃহকোণের।
রাসেল, হারায় চোখের জলে
মধুমতির ধারা যেন
কান্না অবিরলে।
রাসেল, তপ্ত সীসা বুকে
মাটির কোলে ঘুমায় খোকা
স্বাধীনতার সুখে।

পূর্ববর্তী নিবন্ধরাসেল বেঁচে আছে
পরবর্তী নিবন্ধবিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি জেলার র‌্যালি