রাসেল বেঁচে আছে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

এই না রাসেল ভোরের পাখি কিচিরমিচির গান
এই না রাসেল কর্ণফুলির ঢেউ-বুকে সাম্পান।
এই না রাসেল কল কল কল মধুমতির ধারা
এই না রাসেল সবুজ সবুজ শ্যামল টুঙ্গিপাড়া।

এই না রাসেল দূর্বাঘাসের বুকে শিশির ঝরা
এই না রাসেল পড়তো বসে কেলাস ফোরের পড়া।
এই না রাসেল পাঠসাথীদের বাসতো ভীষণ ভালো
এই না রাসেল ধানমন্ডির বত্রিশের আলো।

এই না রাসেল বাবার আদর মায়ের বুকের ধন
এই না রাসেল বোনের খুশির সকল আয়োজন।
এই না রাসেল পায়রা টমির সঙ্গে কেবল খেলা
এই না রাসেল পরান জুড়ে সুখের সারাবেলা।

এই না রাসেল জাতির পিতার সন্তান তো বলে
এই না রাসেল পতিত হয় ঘাতক-রোষানলে।
পনেরো আগস্ট ভোরের নতুন আলো ফোটার বাকি
এই না রাসেল হারালো তার নিষ্পাপ প্রাণ-পাখি।

এই রাসেলের বয়স তো ঠাঁই দাঁড়িয়ে আছে দশে
রাসেল বেঁচে আছে জাতির মনন ও মানসে।

পূর্ববর্তী নিবন্ধরাসেল আছে
পরবর্তী নিবন্ধরাসেল সোনা