রাত

কুমকুম দত্ত | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

নিদ্রায় কাতর ঘুমে নিথর
দূরের লৌকিক পাড়াগাঁ;
নেমে আসে দেবতারা
চারিদিকে আলোর মহারাত্রি
আশ্বিনের শেষ নক্ষত্র মন্ডল।
ভিজে যায় ঝুল বারান্দায়
রাতের জ্যোৎস্না
যেন আলোর প্রসব বেদনা।
দীর্ঘ প্রতীক্ষায় রাত জেগে
জাগ্রত তৃষ্ণায় চাতক;
দেখি রাতের নিবিড় সুন্দর।

পূর্ববর্তী নিবন্ধবেগম মুশতারী শফী : এক অগ্নিশিখার মহাপ্রস্থান
পরবর্তী নিবন্ধশব্দহীন চলে যায়