রাতের ডিউটি শেষে আর বাড়ি ফেরা হলো না

মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

একটি সুতা কারখানায় রাত্রিকালীন ডিউটি সেরে রাউজানের বাড়িতে আসার পথে এসএম নুরুল আবছার (৫৫) নামের এক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন। এই ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের কমলার দিঘি এলাকায়। নিহত ব্যক্তির বাড়ি দুর্ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে। তিনি নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া গ্রামের মৃত আবদুল মোনাফের পুত্র।

স্থানীয়রা জানিয়েছেন, নুরুল আবছার শিল্প প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের একটি সুতা কারখানার কর্মী। রাতের ডিউটি শেষ করে সকালে সিএনজি টেঙি করে এসে নেমেছিলেন কমলার দিঘি এলাকায়। গাড়ি থেকে নেমে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এই ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান আবছার।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালকও। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভা
পরবর্তী নিবন্ধসনাক-টিআইবির অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ গঠন