রাঙ্গুনিয়া পৌরসভার উপ নির্বাচনে বিজয়ী মারোফা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ১নং সংরক্ষিত আসনের (১, ২ ও ৩নং ওয়ার্ড) উপ নির্বাচনে জয় পেয়েছেন মারোফা বেগম। তিনি টেলিফোন প্রতীকে পেয়েছেন ১১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে মঞ্জুরা বেগম পেয়েছেন ৭০৭ ভোট এবং আনারস প্রতীকে রুবি বেগম পেয়েছেন ৬১৫ ভোট।
নির্বাচনে মোট ৮৩২৮ ভোটের মধ্যে সংগ্রহ হয়েছে ২৫১৮ ভোট। এরমধ্যে ৯৪টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে শতকরা ৩০ ভাগ ভোট সংগ্রহ হয়েছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলম এসব তথ্য জানান।
গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে জানান নির্বাচনে দায়িত্বে থাকা ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। গত বছরের ৫ অক্টোবর এই আসনের সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তারের মৃত্যুর পর আসনটি খালি হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন ৯ মার্চ
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণসভার প্রস্তুতি বৈঠক